রাজধানীর মোহাম্মদপুরে ২০ কেজি গাঁজাসহ আমিনুল ইসলাম ওরফে হুকুম আলী নামে একজন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। অভিযানে গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
শনিবার রাতে ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. আনিচ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করেন। পরে কৌশলে তা ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় এনে বিক্রি ও সরবরাহ করতেন।
এ বিষয়ে আসামি হুকুম আলীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার