আলেম-ওলামাদের চুক্তিতে ওয়াজ-মাহফিলে অংশ নেওয়া নীতি বহির্ভূত কাজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন। তিনি বলেন, আমরা বছর শেষে অপেক্ষা করি বাংলাদেশে ভালো একজন ইসলামী বক্তা এলাকায় অথবা মাদ্রাসায় যাবেন, তার ওয়াজ জনগণকে শুনবে। কিন্তু অতি দুঃখের বিষয় হলো ওয়েজিনদের দাওয়াত করতে গেলে তারা যে টাকা আবদার করে সে কারণে তাকে মহল্লায় আনা সম্ভব হয় না। রবিবার রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।
মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, সরকারের কাছে দাবি জানাবো ধর্ম মন্ত্রণালয় একটি নীতিমালা তৈরি করে যেন দেশের সকল প্রশাসনের নিকট পাঠিয়ে দেয়- যাতে করে কোন ওয়েজিন চুক্তির মাধ্যমে ওয়াজ করতে না পারে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আল্লামা হযরত মাওলানা শাহাদাত হোসাইন, যুগ্ম মহাসচিব কাজী মাওলানা শাহ্ ওমর ফারুক, মাওলানা মোস্তফা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা কাজী আব্দুল কাইয়ুম, ক্বারী মো. আলী হায়দার, মাওলানা মো. শহীদুর রহমান, হাফেজ মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন