ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)’র ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক (অর্থ) রতন কুমার দেবনাথ। সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিনের অবসরের পর শূন্যপদে তিনি যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি ওজোপাডিকোর আওতাধীন ২১ জেলায় শতভাগ বিদ্যুতায়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবার মানোন্নয়নে কাজ করার পরিকল্পনার কথা জানান।
এদিকে মঙ্গলবার তিনি খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওজোপাডিকো’র নির্বাহী পরিচালক (প্রকৌশল) মো. আবু হাসান, প্রধান প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, মহাব্যবস্থাপক এএনএম মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হুদা, উপ-সহকারী প্রকৌশলী আল মামুন চৌধুরী।
বিডি প্রতিদিন/আবু জাফর