রাজধানীর মধ্য বাড্ডায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে সোহাগ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোগাহ রড মিস্ত্রির কাজ করতেন। তার বাড়ি বরগুনা সদর উপজেলায়। বর্তমানে মধ্য বাড্ডাতেই থাকতেন। আজ সকালে মধ্য বাড্ডা ইউসেফ স্কুলের পাশে একটি নির্মানাধীন তৃতীয়তলা ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে সোহাগ নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল