নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক দলিল লেখকের বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার গর্ন্ধবপুর এলাকার নিজের বাড়িতে এই ডাকাতি হয় বলে জানিয়েছেন দলিল লিখক মো. মোবারক হোসেন হিটু। তিনি জানান, ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৪ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।
মোবারক হোসেন হিটু জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় এক দল মুখোশ পরা ডাকাত তার বাড়ির বারান্দার প্রিল কেটে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।তখন ডাকাত দল দলিল লেখক হিটু ও তার এক ভাইকে বেঁধে ফেলে। ছোট ছেলে-মেয়েদের মারধর ও ধারালো অস্ত্রের ঘাতের ভয়ে তারা ডাকাতদের তেমন বাধা দেননি। প্রায় এক ঘণ্টা ঘরের সবকিছু তন্নতন্ন করে নগদ ৩৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল সেটসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তবে আরও ৩টি মোবাইল সেট ডাকাতরা না নিয়ে নিচে ফেলে দিয়ে যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, এই ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ