বগুড়া পৌরসভা নির্বাচনে দলীয় শৃঙ্খলভঙ্গের অভিযোগে শহর বিএনপির ওয়ার্ড পর্যায়ের ৬ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি এবং আরও দুইজনকে সতর্ক করে দেয়া হয়েছে। বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সভা থেকে সিদ্ধান্ত নেওয়ার পর গতকাল শনিবার (১২ জুন) রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।
রবিবার (১৩ জুন) সন্ধ্যায় বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড: সাইফুল ইসলাম জানান, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী বগুড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে শৃংখলা ভঙ্গ করেছেন। এর মধ্যে ৬ জনকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং দুইজনকে সতর্ক করা হয়।
দলীয় পদ থেকে অব্যাহতি প্রাপ্তরা হলেন- বগুড়া শহর বিএনপির ৮নং ওয়ার্ড কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, ১৩ নং ওয়ার্ড এর আহ্বায়ক আব্দুল জব্বার টুকু, ১৪ নং ওয়ার্ডের আহ্বায়ক আব্দুল মজিদ ফকির, ১৭ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, একই ওয়ার্ড কমিটির সদস্য গোলাম মোস্তফা, ২০ নং ওয়ার্ডের সদস্য ইমান হোসেন সাজু। এছাড়া সতর্ক করা হয়েছে ১৯নং ওয়ার্ডের আহ্বায়ক রেজাউল হক ও ২০ নং ওয়ার্ডের আহ্বায়ক রোস্তম আলীকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত