বরিশাল শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২৪ ঘন্টায় শেবাচিমের করোনা ইউনিটে ১১ জন ভর্তি হয়েছেন। করোনা ওয়ার্ডে এখনও ৫৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১৯ জন করোনা পজেটিভ এবং ৩৮ জন আইসোলেশনে রয়েছেন।
এদিকে মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় করা হয়। যার মধ্যে ১৫.৪১ ভাগের করোনা শনাক্ত হয়েছে।
অপরদিকে বিগত ২৪ ঘন্টায় বিভাগে আরও ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
বিডি প্রতিদিন/আল আমীন