রাজধানীর মালিবাগে বাসের জানালার গ্লাস গলায় পড়ে মেহেদী হাসান রানা (২৫) নামে এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার রাতে মালিবাগ পদ্মা সিনেমা হল সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার আনিছুর রহমানের ছেলে। হাতিরঝিল থানার ওসি (অপারেশন) মোহাম্মদ গোলাম আজম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মালিবাগে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে তুরাগ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে তুরাগ পরিবহনের বাসে জানালার পাশে বসে থাকা মেহেদির গলায় জানালার কাঁচ ভেঙে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, ঘটনার পর দুটি বাসকে জব্দ করা হয়েছে। তবে এর চালক দু’জন পালিয়ে গেছে।
প্রতিদিন/আবু জাফর