রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় স্বামীর লেগুনা উল্টে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহতের নাম সুমাইয়া আক্তার (১৯)। আজ বুধবার দুপুর দেড়টার দিকে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তারের স্বামী শাকিল হোসেন গণমাধ্যমকে জানান, তারা কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় থাকেন। বুধবার তিনি লেগুনায় স্ত্রী সুমাইয়াকে পাশের সিটে বসিয়ে যাত্রী নিয়ে জুরাইন থেকে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। এসময় জয়কালী মন্দির হট কেক গলি এলাকায় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে তাদের লেগুনা উল্টে যায়।
এতে সুমাইয়াসহ লেগুনার অন্য যাত্রীরা সামান্য আহত হন। পরে সুমাইয়াকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের ইনচার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক