স্বাস্থ্য অধিদফতরের ‘মুকুটহীন সম্রাট’ হিসেবে পরিচিতি পাওয়া গাড়িচালক আব্দুল মালেক ওরফে মালেক ড্রাইভারের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলায় আরও পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। বুধবার (২৫ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। এদিন আসামি মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
সাক্ষ্যগ্রহণ করা হয়েছে র্যাব-১ এর এসআই সাজেদুল ইসলাম, কনস্টেবল আনিসুর রহমান, ড্রাইভার শফিকুল ইসলাম, জনৈক মোতালেব হোসেন ও শহিদুল ইসলামের। এ নিয়ে মামলায় সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
এর আগে গত ১১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ অস্ত্র মামলায় অভিযোগ গঠন করেন। চলতি বছরের ১১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মেহেদী হাসান চৌধুরী ড্রাইভার মালেককে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।
উল্লেখ্য, গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর তুরাগ থানার কামারপাড়ার ৪২ নম্বর বামনেরটেক হাজী কমপ্লেক্সের তৃতীয় তলার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল