রাজধানীর কদমতলীতে ছাত্রলীগের উদ্যেগের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। আজ দুপুরে কদমতলীতে থানা ছাত্রলীগের আহ্বায়ক জিহাদ মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক। জিহাদ মাতব্বরের সভাপতিত্বে ও রাজিব আহমেদের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি রেজাউল করিম মুন, কামাল হোসেন কার্জন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মোল্লা, কদমতলী থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এসএম ফয়সাল আমিন শুভ।
এ সময় বক্তারা জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে ছাত্রলীগ নেতাকর্মীকে গড়ে তোলার তাগিদ দেন। তারা বলেন, শোকের মাসে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগকে সজাগ ও সতর্ক থাকতে হবে। সরকার ও দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
বিডি প্রতিদিন/আল আমীন