২১ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৫২

লুটপাটের খবর চাপা দিতে সাংবাদিকদের সম্পদের হিসাব চাওয়া হয়েছে : মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

লুটপাটের খবর চাপা দিতে সাংবাদিকদের সম্পদের হিসাব চাওয়া হয়েছে : মেজর হাফিজ

জামিন পাওয়ার পর আদালত চত্বরে সাংবাদিকদের সাথে কথা বলেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা আঁকড়ে আছে দেশকে লুটপাট করতে। এই লুটপাটের খবর যাতে চারদিকে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য সাংবাদিকদের হেনস্তা করতে তাদের সম্পদের হিসাব চাওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশালের সাইবার ট্রাইব্যুনালে একটি মামলায় জামিন পাওয়ার পর আদালত চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরও বলেন, সাংবাদিকরা যাতে ভয় পায়, তারা যাতে সত্য তুলে আনার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়, এজন্য সাংবাদিকদের ওপর দমননীতি চালাচ্ছে সরকার। অথচ তাদের নিজেদের সম্পদের হিসাব এখনো দেয়নি তারা।

বক্তব্য প্রদানের সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর