২২ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৪৩

টঙ্গীতে কাজ করার সময় পাঁচ শ্রমিক অগ্নিদগ্ধ

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীতে কাজ করার সময় পাঁচ শ্রমিক অগ্নিদগ্ধ

কারখানার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন

গাজীপুরের টঙ্গী মিলগেইট এলাকায় একটি স্টিল কারখানায় কাজ করার সময় পাঁচ শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

বুধবার সকাল সোয়া ১১টার দিকে টঙ্গী মিলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ শ্রমিকরা হলেন, মো. সোহেল মিয়া (৩৮), মো. সোগর  আলী (৩৫), মো. আসাদুল্লাহ (৪৫), মো. মুনতাছির মাহমুদ (২৮) ও মো. বেল্লাল হোসেন (৩৮)। 

এ ঘটনায় কারখানার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

কারখানা সূত্রে জানা যায়, সকাল সোয়া এগারটার দিকে সময় ওই কারখানার বার্নিশ সেকশনে কাজ করছিলেন শ্রমিকরা। কাজ করার সময় হঠাৎ আগুনের ফুলকিতে পাঁচ শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে কারখানার প্রশাসনিক কর্মকর্তা রাসেল বাবুর সাথে যোগাযোগ করলে পাঁচ শ্রমিক আহত হওযার বিষয়টি নিশ্চিত করেন। শ্রমিকরা আশঙ্কামুক্ত রয়েছে বলে জানান তিনি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর