২৬ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৫৯

রংপুরে নদী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে নদী দিবস পালিত

রংপুরে নদী দিবস পালিত।

বিশ্ব নদী দিবস পালন করেছে রিভারাইন পিপল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। রবিবার দুপুরে ‘মানুষের জন্য নদী’ প্রতিপাদ্যের ওপর বিশ্ববিদ্যালয়ের হেয়াৎ মামুদ ভবনের দ্বিতীয় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুমের মাধ্যমে যুক্ত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নদী বিশেষজ্ঞ ও নদীবিষয়ক অনেক গ্রন্থের প্রণেতা মাহবুব সিদ্দিকী। 

অন্যান্য আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. নাজমুল হক, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, বগুড়ার গবেষণা বিভাগের পরিচালক ড. মেহেদী মোহাম্মদ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ও নদীকর্মী ফজলুল হক, লেখক রানা মাসুদ, তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সফিয়ার রহমান প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর