যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, সারা বিশ্বে বাংলাদেশ যে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে তা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ প্রেমের জন্য সম্ভব হয়েছে। দেশনেত্রী আমাদের শিখিয়েছেন, দেশকে কীভাবে ভালবাসতে হয়।
মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ প্রাঙ্গণে আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশপ্রেম ছাড়া কখনই একটা মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মানচিত্র দিয়েছেন, নেত্রী শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। তিনি আমাদের জাতিগতভাবে সম্মান দিয়েছেন। দুর্নীতিবাজ, ঘুষখোর, যুবসমাজ নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো না।
যুবলীগ চেয়ারম্যান বলেন, শেখ হাসিনাকে আমরা যে যার মতো করে ভালোবাসি, শ্রদ্ধা করি। কারণ তিনি সততা, নিষ্ঠা, পরিশ্রম ও কর্মীবান্ধব নেতা হিসেবে আমাদের সবার শ্রদ্ধা ভালবাসা জয় করে নিয়েছেন। তিনি তার যোগ্যতা দিয়ে কর্মীদের ভালবাসা অর্জন করেছেন। তার সততা ও ত্যাগের উদাহরণ আমাদের অনুপ্রাণিত করে। অসাধারণ সাহসিকতার অধিকারী আমাদের নেত্রী। আমি কখনো তাকে অন্যায়ের সঙ্গে আপোষ করতে দেখিনি।
যুবলীগ চেয়ারম্যান বলেন, কর্মীদের সঙ্গে সব সময় সৎ ব্যবহার করতে হবে। কর্মীদের দূরে সরিয়ে রাখা চলবে না, মনে রাখবেন সবার আগে কর্মীরাই বুকে গুলি ধারণ করেন। কর্মীরা আছে বলেই আমরা নেতা।
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন