আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, দেশে গুম-হত্যা এবং নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি-জামায়াত দল এখন সামনা-সামনি মোকাবিলা করতে না পেরে, ভাইরাসের রূপ ধারণ করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে অদৃশ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু একটি গল্প বানিয়ে দেশের মানুষকে বোকা বানানো যাবে না। দেশের মানুষ জানে, এটি কার এবং কিসের আলামত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অর্জনকে বিতর্কিত করা মানে গোটা জাতিকে কলঙ্কিত করার শামিল।
আজ বিকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আইইব ঢাকা কেন্দ্রের আয়োজনে আলোচনা সভায় তিনি একথা বলেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভোটে আবারও ক্ষমতায় আসবেন। এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদের নাম শেখ হাসিনা। নিজের মেধা-কর্ম, সততা এবং দক্ষতা দিয়ে জননেত্রী থেকে বিশ্বনেত্রীতে পরিণত হয়েছে। সে কারণেই শেখ হাসিনার ঈর্শান্বিত জনপ্রিয়তার বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি দেশ বিদেশে মিথ্যাচার, নানা অপপ্রচার করছে। এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। বিএনপি-জামায়াত টাকা দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোল্লা মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, আইইবি'র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন শীবলু, আইইবি'র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার খন্দকার মনজুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার এসএম মঞ্জুরুল হক মঞ্জু। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার।
বিডি প্রতিদিন/আরাফাত