মুন্সীগঞ্জ সদর উপজেলার চাঞ্চল্যকর তিন খুন মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানানো হয়েছে এ বিষয়ে আয়োজিত মানববন্ধন থেকে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘মুন্সীগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী আয়োজন করা হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌরসভা এলাকার বাসিন্দা অ্যাডভোকেট কাজী মোজাম্মেল হোসেন রোমেল, সন্ত্রাসী হামলায় নিহত সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক মো. আওলাদ হোসেন মিন্টু প্রধানের স্ত্রী খালেদা আক্তার পুতুল, নিহত ছাত্রলীগ কর্মী সাকিব হোসেনের বাবা বাচ্চু মিয়া, নিহত ইমনের মা মহিতুন্নেছা, স্থানীয় আয়শা তালহা, মনির হোসেন ও তোতামিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে স্থানীয় পুলিশ প্রশাসনের অসৎ লোকদের নিয়ে মাদকসন্ত্রাসীরা নানামুখী তৎপরতা চালাচ্ছে। মামলার বাদী ও স্বাক্ষীদের ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হচ্ছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ করলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাতে ইভটিজিং করা নিয়ে একটি সালিশে কথাকাটাকাটির জেরে ধারালো অস্ত্রের আঘাতে ইমন পাঠান, সাকিব ও আওলাদ হোসেন মিন্টুকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মিন্টু প্রধানের স্ত্রী খালেদা আক্তার ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন