প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে আদালতে এক ব্যক্তি একটি প্রতারণার মামলা দায়ের করেছিলেন। সম্প্রতি এই মামলার গ্রেফতারি পরোয়ানা থানায় এলে আজ সকালে তাকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন