ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকাস্থ কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নাম্বার পরিবর্তন করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের নতুন ফোন নম্বর- ০২২২৩৩৫৫৫৫৫।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিদুর্ঘটনা ও অন্যান্য জরুরি প্রয়োজনে আমাদের সেবা গ্রহণ এবং আপনাদের ওয়েবসাইটসহ সকল দাপ্তরিক কাজে ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নতুন ফোন নম্বর ব্যবহারের জন্য সকলকে অনুরোধ জানানো হলো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন