‘মানব সম্পদ উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই, শিক্ষা জাতীয়করণ চাই’ স্লোগান নিয়ে বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের ব্যানারে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিতে দাবি সংবলিত বিভিন্ন স্লোগান প্রদর্শন করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস। শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের বিভাগীয় সমন্বয়ক অধ্যপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যক্ষ প্রনব বেপারী, অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব রেজাউল করিম সহ অন্যান্যরা। বক্তারা শিক্ষা জাতীয়করণের এক দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ