রংপুর মেডিকেল কলেজের (রমেক) সাবেক অধ্যক্ষসহ দু'জনের বিরুদ্ধে পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। মঙ্গলবার রংপুর দুদক অফিসে দুর্নীতির অভিযোগটি এজাহারভুক্ত করা হয়।
ঢাকা অফিসের উপ-সহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে এই এজাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন।
দুদুকের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন জানান, ২০১২-১৩ অর্থ-বছরে রংপুর মেডিকেল কলেজে ৫টি ডেন্টাল চেয়ার ক্রয়ে তৎকালীন কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ ও ঢাকার ব্যবসায়ী প্রতিষ্ঠান ত্রি আই মার্চেন্টের প্রোপাইটার মোকছেদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তারা দু'জন মিলে ১ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেছেন।
দুদক বিষয়টি তদন্ত শেষে রমেকের অবসরপ্রাপ্ত অধ্যক্ষসহ দু'জনের বিরুদ্ধে মামলা করেন।
বিডি প্রতিদিন/আরাফাত