প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ (২৯)-কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৪ অক্টোবর) রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বলে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানিয়েছেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ এ্যানির বিরুদ্ধে গত শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন এক ভুক্তভোগী। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় প্রতিষ্ঠানটির সিইও মো. শাহরিয়ার খানকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিরাপদ ডটকম নামে অনলাইন প্লাটফর্মে ৫০ শতাংশ ডিসকাউন্টের বিজ্ঞাপন দেখে গত বছরের ২২ অক্টোবর ১৪ হাজার ৯৯ টাকা বিকাশে অগ্রিম দিয়ে একটি মোবাইল অর্ডার করেন ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি দেওলপাড়া এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ফাহিম হোসেন (২১)। তবে তা দিতে ব্যর্থ হয় নিরাপদ ডটকম। এরপর টাকা ফেরত চাইলে নিরাপদ ডটকমের পক্ষ থেকে একটি ভুয়া চেক দিয়ে শাহরিয়ার খান ও ফারহানা আফরোজ এ্যানি তাদের মোবাইল ফোন বন্ধ রাখেন। এছাড়াও নিরাপদ ডটকম নামে অনলাইনের ক্রেতা আল মামুনের কাছ থেকে ৩০ হাজার ৫৮০ টাকা, মুশরিফুল ইসলামের কাছ থেকে ১০ হাজার টাকা ও নুরুল আলমের কাছ থেকে ৬০ হাজার ৭২৫ টাকা গ্রহণ করে আত্মসাৎ করেছে।
উল্লেখ্য, ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নিরাপদ ডটকমের সিইও শাহরিয়ার খানকে গত জুলাই মাসে গ্রেফতার করেছিল ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
সেই সময়ে ডিবি জানিয়েছিল, শাহরিয়ার খান ২০২০ সালের আগস্টে নিরাপদ ডটকম নামের একটি ই-কমার্স সাইট খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ গ্রাহকদের আকৃষ্ট করেন। ৫০ শতাংশ মূল্যছাড়ে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, ওভেনসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্য ৩০ দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু সময় মতো পণ্য সরবরাহ করা হতো না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত