১৫ অক্টোবর, ২০২১ ২১:১৭

সাভারে ঢাকের তালে প্রতিমা বিসর্জন

সাভার প্রতিনিধি

সাভারে ঢাকের তালে প্রতিমা বিসর্জন

শারদীয় দুর্গা পূজা শেষে ঢাকের তালে তালে নেচে সাভারে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার। শুকবার বিকালের পর থেকে সাভারে শুরু হয় বিসর্জনের আনুষ্ঠানিকতা। এ বছর সাভার ও আশুলিয়া মিলিয়ে প্রায় দুইশ ৭৫ মণ্ডপে পূজার আয়োজন করা হয়।

এদিকে পূজাকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা ব্যাপক নিরাপত্তার নিশ্চিতে কাজ করেন। পাশাপাশি পূজা কমিটির সদস্যরাও এলাকায় টহল দিয়েছেন।

গত ১১ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারীপুরুষ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেন।

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ আনুষ্ঠানিকতা শেষ হয়। এ ব্যপারে আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান 
বলেন, সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ তৎপর। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর