৬ ডিসেম্বর, ২০২১ ২২:৫৫

অডিওর সত্যতা পেলে ডা. মুরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো: হানিফ

অনলাইন ডেস্ক

অডিওর সত্যতা পেলে ডা. মুরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো: হানিফ

মাহবুব-উল-আলম হানিফ ও ডা. মুরাদ হাসান

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসানের একাধিক অডিও ক্লিপ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতার কন্যাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।  

এসব বক্তব্য ও অডিও সত্য হলে বিষয়টি আওয়ামী লীগের দলীয় ফোরমে আলোচনা হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হানিফ বলেন, প্রতিমন্ত্রীর কাছ থেকে এই ধরনের বক্তব্য কোনভাবেই কাঙ্খিত নয়। একই সঙ্গে জাইমা রহমানকে নিয়ে করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বক্তব্য 'অগ্রহণযোগ্য' বলেন তিনি।

হানিফ বলেন, আমি তার (ডা. মুরাদ) দেওয়া বক্তব্যটি পুরোটা শুনিনি। তবে যেটুকু শুনেছি আমি ব্যক্তিগত ভাবে মনে করি সেটি একেবারেই 'অগ্রহণযোগ্য'। এটি অনাকাঙ্ক্ষিত। আমরা তার বক্তব্য এবং যেগুলো অডিও ক্লিপ পেয়েছি সেগুলো যদি সত্য হয় তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো।'

বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর