নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান আজ সোমবার প্রেস কনফারেন্স করেছেন। সেখানে তিনি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে কষ্টের প্রেস কনফারেন্স এটা।’
তিনি আরও বলেন, বিএনপির মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে বলবো, আপনি আপনার কথা বলেন। নারায়ণঞ্জে হাতি নৌকা ডুবিয়ে দিতে পারবে না। এত ক্ষমতা নারায়ণঞ্জে বিএনপির নাই। আমরা হাতি কাঁধে নিয়ে দৌড় দিব, কিন্তু নৌকায় উঠতে দিবো না। নৌকা অস্তিত্বের প্রতীক। নির্বাচন কমিশনের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমি সংসদ সদস্য। আমি বলবো না, ওই প্রার্থীকে ভোট দেন। সেটা ঠিকও হবে না। আমি নিজেও আইনের ছাত্র। কেমন করে ভালো রেজাল্টও করে ফেলেছিলাম, জানি না। যাই হোক, কপালে যার লেখা থাকবে, জনগণ যাকে ভোট দিবে; সে-ই জয় পাবে।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বড় পরিবার, এখানে রাগ থাকবে, অভিমান থাকবে। গালি, মামলা সব ভুলে যেখানে যাওয়ার দরকার গিয়েছি, দাওয়াত দিয়েছি। আমি মানুষ, রোবট না। আমারও খারাপ লাগে।’