বরিশালে ‘নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার’ বিষয়ক দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। আজ রবিবার নগরীর বগুড়া রোডের খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ হৃদয়েশ্বর দত্ত।
আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা নাহিদ বিন রফিক, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উজিরপুরের মুন্ডুপাশা কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সভাপতি মো. ফজলুল হক ও বেতাগীর বুড়ামজুমদার ইউনিয়নের ইউপি সদস্য মো. আব্দুল মন্নান প্রমুখ।
প্রশিক্ষণে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর এবং ভোলা জেলার কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। আজ সোমবার দুইদিনের এই প্রশিক্ষণ শেষ হবে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম বলেন, পুষ্টি ও নিরাপদ খাবার উৎপাদনে প্রয়োজন জৈব বালাইনাশক ব্যবহার। অপরিপক্ব ফসল সংগ্রহ না করা এবং কৃত্রিমভাবে ফল পাকানো না হলে এর গুণগত মান অক্ষুণ্ণ থাকবে এবং ফল-সবজি সুস্বাদু হবে বলে বক্তব্যে বলেন তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর