বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত অবস্থায় ট্রাকের চাপায় নিহত ট্রাফিক সার্জেন্ট কিবরিয়ার নামে একটি পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার দুপুর ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হিরণ পয়েন্টে নিহত সার্জেন্ট গোলাম কিবরিয়া মিকেল স্মরণে পুলিশ বক্সের উদ্বোধন করেন পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান।
এ সময় অতিরিক্ত কমিশনার এনামুল হক, ট্রাফিক বিভাগের উপ-কমিশনার এসএম তানভীর আরাফাত, উপ-কমিশনার মো. নজরুল ইসলাম, অতিরিক্ত উপ-কমিশনার শেখ মো. সেলিম, সার্জেন্ট কিবরিয়ার বাবা ও মা, স্ত্রী ও শিশু ছেলেসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে দায়িত্ব পালনরত অবস্থায় সার্জেন্ট গোলাম কিবরিয়া ট্রাকের চাপায় নিহত হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর