সাভারে পৃথক ঘটনায় এক গৃহবধূর গলাকাটা লাশসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার নিজ ভাড়া ঘরে বিউটি আক্তার নামে (৩০) এক গৃহবধূর গলাকাটা লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়।
ওই গৃহবধূ একাই একটি রুম ভাড়া নিয়ে থাকতো। কে বা কারা তাকে গলাকেটে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এছাড়া তাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কিনা সে বিষয়টিও তদন্ত করছে পুলিশ। নিহত ওই গৃহবধূর বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার চড়পানাগাড়ি গ্রামে।
এ বিষয়ে ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, ওই গৃহবধূর হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
অপরদিকে, সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় বাইশ বছর বয়সী এক নারী, ভরারী এলাকার একটি বাড়ি থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ২৫ বছর বয়সী এক নারী, কাউন্দিয়া ইউনিয়নের একটি বাড়ি থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ২৫ বছর বয়সী এক যুবক ও বিরুলিয়া ইউনিয়নের বাগ্নিবাড়ি এলাকার একটি বাড়ি থেকে ২৩ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরে লাশগুলো ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় পাঁচটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একসাথে একদিনে পাঁচজনের লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
বিডি প্রতিদিন/এমআই