আগামী ২৬ ফেব্রুয়ারি গণটিকা কার্যক্রম সফল করতে বরিশালের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদদের সাথে মতবিনিময় করেছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে নগরীর কালীবাড়ি রোডের সেরনিয়াবাত বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ন শাহিন, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মনিরুজ্জামান, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, সরকারী বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর উদ্দিন, সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুজ্জামান, জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি লস্কর নুরুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৬ ফেব্রুয়ারি গনটিকা কার্যক্রম সফল করতে সকল শ্রেণিপেশার মানুষের মতামত গ্রহণ করেন সিটি মেয়র। এসময় টিকা কার্যক্রম সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ন শাহিন জানান, বিভাগের ৬ জেলা ও সিটি করপোরেশন এলাকার প্রায় ৫৮ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ ও ৪২ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে। ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় আনতে হলে আরও ১২ লাখ মানুষকে টিকা দিতে হবে। ২৬ ফেব্রুয়ারির মধ্যে ১২ লাখ মানুষকে টিকা দেয়া হলে ৭০ ভাগ মানুষ টিকার আওতায় আসবে। ১২ বছর ঊর্ধ্বে যাদের জন্ম নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র নেই, যারা রেজিস্ট্রেশন করতে অক্ষম সেই সব মানুষকে টিকার আওতায় আনতে লিস্টিং করে তাদের টিকা দেয়া হবে গনটিকা কার্যক্রমে। প্রতিটি ইউনিয়য়নে ৩টি করে মোট বিভাগের ১ হাজার ৫০টি কেন্দ্রে ওইদিন গনটিকা দেয়া হবে।
এদিকে, বরিশাল সিটি করপোরেশন এলাকায়ও ৭টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ওইদিন আরওটি ১৫টি স্থানে টিকা দেয়া হবে। এছাড়া আরও ৫টি ভ্রাম্যমাণ কেন্দ্র কাজ করবে বলে জানিয়েছে সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ। নগরীর সকল জনগণকে টিকার আওতায় আনতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ