পালানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে দোতলার কার্নিশ থেকে লাফিয়ে নামার প্রস্তুতি নিচ্ছিল তিন কিশোরী। পরে স্থানীয়দের সহযোগিতায় ও পুলিশের মাধ্যমে তাদের দুই জনকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অপর একজন একজন লাফ দিয়ে পালিয়ে যায়।
রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নেওয়া ওই তিন কিশোরী গৃহকর্মী। তারা হলেন- রুমা, ঝুমুর ও নূরী। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গৃহকর্ত্রীর নির্যাতনের থেকে বাঁচতে তিন কিশোরী জীবন ঝুঁকি নিয়ে পালানোর চেষ্টা করছিল। পরে পথচারীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে গৃহকর্মীদের ধানমন্ডি থানায় নিয়ে যায়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডি থানা পুলিশের একটি টিম ওই এলাকায় টহল দিচ্ছিল। তারা সেখানে গিয়ে দুই জনকে পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাকি একজন পালিয়ে গেছে নাকি বাসার ভেতরে ঢুকেছে তা জানা যায়নি। ওই তিন কিশোরী যে বাসায় কাজ করত সেই বাসার গৃহকর্ত্রীকে থানায় ডাকা হয়েছে। পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ