রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন সুমনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি ২০২২) রাত পৌনে ৮টার দিকে হাজারীবাগ থানার টালী অফিস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, হাজারীবাগ থানার টালী অফিস মোড় এলাকার ইয়েস ফার্মার সামনে একজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে গাজাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল