রাজধানীর রাজারবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় এক যুবক (১৮) নিহত হয়েছেন। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। আজ বৃহস্পতিবার পল্টন থানার পুলিশ এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ-পরিদশর্ক (এসআই) মহোসিন হাবিব মৃধা বলেন, রাতে রাজারবাগ ১ নম্বর গেটের বিপরীত পাশে ট্রাফিক গলিতে মাটি বহনকারী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরও বলেন, ওই যুবকের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে প্রকৃতির। ফুটপাতেই থাকতেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই গাড়িটি জব্দ করে চালককে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ