আগামীকাল শনিবার দেশব্যাপী এক কোটি টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে সরকার। একদিনের এ বিশেষ কর্মসূচিতে সারাদেশের গ্রাম, শহর ও সিটি করপোরেশন এলাকায় একযোগে টিকা দেওয়া হবে। এর মধ্যে গ্রামীণ এলাকায় ১৬ হাজার এবং শহর এলাকায় ৮ হাজার ৫০০টি কেন্দ্র থাকবে।
এই কর্মসূচির আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫০নং ওয়ার্ডের একাধিক কেন্দ্রে একযোগে গণটিকা কার্যক্রম পরিচালিত হবে। কাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওয়ার্ডের আটটি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলবে।
ডিএসসিসির ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. মাসুম মোল্লা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এর আগেও আমরা গণটিকা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান এই কার্যক্রম বেগবান করার লক্ষ্যে কাল ফের গণটিকা দেওয়া হবে। আশা করি মানুষের সুরক্ষায় এবারও স্বাস্থ্যবিধি মেনে সুন্দর ও সুষ্ঠুভাবে এই কর্মসূচি সম্পন্ন হবে।’
ওয়ার্ডের কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, দক্ষিণ যাত্রাবাড়ির ১৫৪ নং নগর স্বাস্থ্য কেন্দ্র (খানকা শরীফ মসজিদের গলি সংলগ্ন), ৫০নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে (পলাশ টাওয়ার, ২৪৫ নং, দক্ষিণ যাত্রাবাড়ী), শহীদ ফারুক রোড কাউন্সিলর কার্যালয় (৫০নং ওয়ার্ড,পশ্চিম যাত্রাবাড়ী), পূবালী এলাকা সমাজ কল্যাণ সমিতি অফিস (৩৩৯/১, দক্ষিণ যাত্রাবাড়ী), বাবুল সরদারের বাড়ি (৩০৯ নং, যাত্রাবাড়ি মাদ্রাসা রোড, দক্ষিণ যাত্রাবাড়ী), জেলেপাড়া কালী মন্দির (২১, দক্ষিণ যাত্রাবাড়ী), দোলাইপাড় মসজিদ রোড (কবরস্থান এর মসজিদ এর সামনে) ও চন্দনকোঠা পঞ্চায়েত কমিউনিটি সেন্টার।
বিডি-প্রতিদিন/শফিক