খুলনায় জাঁকজমকপূর্ণ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, সাবেক মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর।
সমাবেশস্থল থেকে ৫০ জন মুক্তিযোদ্ধা বাংলাদেশের লাল-সবুজ পতাকাসহ গাড়ি বহর নিয়ে খুলনার নয়টি উপজেলার উদ্দেশে যাত্রা করেন। তারা প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের সঙ্গে মুক্তিযুদ্ধ ও দেশের উন্নয়ন সম্পর্কে মতবিনিময় করবেন। অপরদিকে দিবসটি উপলক্ষে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ, খুলনা জেলা পরিষদ, খুলনা সাংবাদিক ইউনিয়ন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়া খুলনা সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে সাতদিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা ২০২২ এর আয়োজন করা হয়। মেলা চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। এর আগে সকালে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আবু জাফর