ঢাকার ধামরাইয়ে পৃথক স্থানে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
এসময় সাবেক সংসদ সদস্য (এমপি) এমএ মালেক তার নেতাকর্মীদের সাথে নিয়ে উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, আওয়ামী লীগ নেতা মোকলেছুজ্জামান হিরু, জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম, মাহাতাব আলম ও পৌর যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই