রাজধানীর বনানী ১৭নং রোডে অবস্থিত তারকা বিশিষ্ট হোটেল সারিনাতে দিনব্যাপী ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো আয়োজন করা হয়েছে। আয়োজনে উপস্থিত থাকবেন কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে, আয়ারল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো আগামী ২২ মার্চ মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীরা বিনামূল্যে সব দেশের বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য সংগ্রহ করতে পারবেন।
অয়োজক প্রতিষ্ঠান এডুমিগ লিমিটেডের কর্ণধার আব্বাস কারিমি জানান, ছয় দেশের সর্বমোট ৮০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এক্সপোতে। ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোতে রয়েছে স্কলারশিপসহ বিদেশে পাড়ি দিয়ে নিজেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার সুযোগ। সঙ্গে থাকছে আরও ১০ হাজার ইউএসডি স্কলারশিপের সুযোগ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ