যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশালে পালিত হচ্ছে শবে বরাত। শুক্রবার (১৮ মার্চ) এই পবিত্র রাতকে কেন্দ্র করে নগরীর মসজিদে মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল।
নগরের মুসলিম গোরস্থান রোড জামে মসজিদে মাগরিবের নামাজের পর থেকেই মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। এশার নামাজের পর মহান আল্লাহ ও তার প্রিয় হাবিবের সন্তুষ্টি অর্জন করার জন্য গরিবদের দান সদকা, কবর জিয়ারত ও এবাদত বন্দেগিতে মশগুল থাকতে দেখা যায় মুসল্লিদের।
শবে বরাতকে কেন্দ্র করে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল লক্ষণীয়। প্রতিটি মসজিদে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে সে জন্য মশা নিধন ওষুধ ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে বরিশাল সিটি কর্পোরেশন।
এ রাতে নগরীর প্রতিটি মসজিদগুলোতে শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর