রমজানে নিত্য পণ্য মূল্য সহনীয় রাখতে আগামীকাল রবিবার থেকে ভর্তুকি মূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রাহকদের কাছে চিনি, ডাল, সয়াবিন ও ছোলাবুট সরবরাহ করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ। ৪২ জন ডিলারের মাধ্যমে জেলার ১০ উপজেলা ও ৬ পৌরসভায় এবার মোট ১ লাখ ২৯ হাজার ৯২১ জন গ্রাহকের মাঝে পণ্য তুলে দেবে টিসিবি।
শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস ও টিসিবির কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারই প্রথম টিসিবি’র উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড সরবরাহ করা হয়েছে। কার্ড প্রাপ্তরা ডিলারদের কাছ থেকে ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল দেয়া হবে। রমজানে দেয়া হবে ছোলা বুট। ৫০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা বুট কিনতে পারবে গ্রাহক। রমজানের আগে একবার এবং রমজান চলাকালে একবার সহ মোট দুইবার ফ্যামিলি কার্ড প্রাপ্তরা উল্লেখিত হারে ভর্তুকি মূল্যে পণ্য উত্তোলন করতে পারবেন।
এদিকে উপজেলা ও পৌরসভাগুলোতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য সরবরাহ করা হলেও বরিশাল সিটি করপোরেশন এলাকায় আগের মতো ১২টি পয়েন্টে ট্রাকে করে একই মূল্যে চিনি, মসুর ডাল ও সয়াবিন বিক্রি করবে। রমজানে বিক্রি করবে ছোলা বুট। এবার সিটি করপোরেশন এলাকার প্রায় ৯০ হাজার দরিদ্র পরিবার এই সুবিধা পাবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় টিসিবির আঞ্চলিক প্রধান মো. আল-আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর