সুগন্ধা নদীর ভাঙনে হুমকির মুখে বরিশাল বিমানবন্দরের রানওয়ে। ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষায় রানওয়ের উত্তরপ্রান্তের একাংশ বিলীন হতে পারে নদীগর্ভে। এই পরিস্থিতিতে শনিবার সকাল ১০টায় বরিশাল বিমানবন্দরের উত্তরপ্রাপ্ত বকুলতলা পয়েন্টে নদী ভাঙনের ব্যাপকতা পরিদর্শন করেন বেসামরিক বিমান চলাচল এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী। এ সময় সুগন্ধা নদীর ভাঙন থেকে বিমানবন্দর রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন দুই প্রতিমন্ত্রী। একই সাথে বিমানবন্দর সম্প্রসারণের কথা জানান তারা।
পরিদর্শনকালে বেসরকারী বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি সাংবাদিকদের বলেন, সুগন্ধা নদীর ভাঙনের কবল থেকে বিমানবন্দর রক্ষায় স্থায়ী প্রতিরক্ষা বাঁধ দেয়া হবে। এ লক্ষ্যে একটি বড় প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়া রানওয়ে ৭৫০ ফুট সম্প্রসারণ এবং টার্মিনাল আধুনিকায়ন করা হবে বলে তিনি জানান।
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেন, সুগন্ধা নদীর ভাঙন রোধের জন্য সমীক্ষা চলছে। প্রকল্প পাশ হলে স্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু হবে। তবে আগামী বর্ষার আগে জরুরি ভাঙন রোধে ১ হাজার ১শ’ মিটার নদী তীরে জিও ব্যাগ ফেলে রানওয়ে সুরক্ষা করায় পদক্ষেপ নেয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান। বিমানবন্দর পরিদর্শন ও সাংবাদিকদের ব্রিফিংকালে সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
উল্লেখ্য, সুগন্ধা নদীর ভাঙনে প্রতি বছর একটু একটু করে বিলীন হচ্ছে বরিশাল বিমানবন্দরের ৬ হাজার ৫শ’ ফিট রানওয়ের উত্তরপ্রান্ত। এই মুহূর্তে বিমানবন্দরের উত্তরপ্রান্তের সিমানা প্রাচীর থেকে সুগন্ধা নদীর দূরত্ব মাত্র ৫০ মিটার।
বিডি প্রতিদিন/হিমেল