রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রাজধানীর গেণ্ডারিয়ার মনিজা রহমান গার্লস স্কুলের শিক্ষার্থীরা।
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ফুটপাতে অবরোধ করে তারা বিক্ষোভ করে। বিকাল ৫টার দিকে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের সড়ক বন্ধ করে দেয়।
২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার অন্তরা জানান, জুনে পরীক্ষা হওয়ার কথা থাকলেও এখনও রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি তাদের। প্রধান শিক্ষক তাদের এই রেজিস্ট্রেশন এখনো করেননি। তারা প্রধান শিক্ষক লুৎফুন্নাহারের পদত্যাগ দাবিতে সকাল থেকে আন্দোলন করে আসছেন।
বিডি প্রতিদিন/আরাফাত