রাজশাহীর নিউমার্কেট এলাকায় ফুটপাতের দখল নিয়ে তাঁতী লীগ কর্মীদের হামলায় রিয়াজুল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার রাত আটটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে আটক করেছে। এই হত্যাকাণ্ডের পর চরম উত্তেজনা বিরাজ করছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, নিউমার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হাতে রিয়াজুল নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় রিংকু নামে আরও একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলেই রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন