২৫শে মার্চ গণহত্যা দিবসে বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মোমবাতি প্রজ্জলন করা হয়। গতকাল শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে বরিশাল নগরীর বান্দ রোডের ওয়াপদা কলোনীর স্মৃতি ৭১ নির্যাতন কেন্দ্র ও বধ্য ভূমিতে সাংস্কৃতিক সমন্বয় পরিষদের আয়োজন অনুষ্ঠানে মোমবাতি প্রজ্জলন করেন সিটি মেয়র সাদিক আবদল্লাহ, মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ বিভিন্ন রাজনৈতিক-সামজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
এর রাত নয়টায় নগরীর সার্কিট হাউজের সামনে এক মিনিটের ব্লাক আউট পালন করে মোমবাতি জ্বালিয়ে গণহত্যার শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সহ বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ