নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবসে হাজারও নেতাকর্মী নিয়ে তাক লাগানো শোডাউন করেছে জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় স্লোগানে স্লোগানে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগ দাবি করেন।
শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সমর্থিত হাজারও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীর মিছিলটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া বিজয় স্তম্ভে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে নেতাকর্মীরা।
মিছিলের কারণে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত দেড় ঘণ্টা নগরীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকন, সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির নেতৃত্বে এ মিছিল হয়।
জানা যায়, জেলা ছাত্রদল ও যুবদলের হাজারও নেতাকর্মী সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় জড়ো হয়ে মিছিল নিয়ে ঈদগাহ ময়দানে জড়ো হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে শোডাউন করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন