স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনা জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকালে খুলনা জেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, সচিব বিষ্ণু পদ পাল, প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমান এবং প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ।
এছাড়াও স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এতিম ও দুঃস্থদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। সন্ধ্যায় আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর