রাজধানীর শাপলা চত্বর থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ। তার পরনে ছিল পুরাতন শার্ট ও প্যান্ট।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল মোল্লা জানান, খবর পেয়ে শাপলা চত্বরের পাশে জনতা ব্যাংকের সামনের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, ওই ব্যক্তির নাম পরিচয় কেউ জানাতে পারেনি। সে মাদকাসক্ত ও ভবঘুরে। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মরদেহের কোনো দাবিদার পাওয়া না গেলে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে দাফন করা হবে।
বিডি প্রতিদিন/এমআই