১৭ মে, ২০২২ ২০:৪৩
শিশু নির্যাতন মামলা

রাজশাহীতে ইসলামী বক্তা রাজ্জাক বিন ইউসুফের ছেলের জামিন নাকচ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ইসলামী বক্তা রাজ্জাক বিন ইউসুফের ছেলের জামিন নাকচ

ইসলামিক বক্তা আবদুর রাজ্জাক বিন ইউসুফের মেজো ছেলে আবদুর রহমান

রাজশাহীর পবার আল জামিয়া আল সালাফিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগে দায়ের করা মামলায় বহুল আলোচিত ইসলামিক বক্তা আবদুর রাজ্জাক বিন ইউসুফের মেজো ছেলে আবদুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল মনসুর মিয়া এ আদেশ দেন।

গত ১৬ মার্চ মাদরাসার দুই শিক্ষার্থীর টাকা হারানোর ঘটনা ঘটে। এ সময় আবদুর রহমানের ভাইয়ের ছেলে এবং ওই মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তোলেন রামিম। এতেই ক্ষিপ্ত হয়ে পাইপ দিয়ে বেপরোয়া পেটাতে থাকেন আবদুর রহমান। এ সময় বেশ কয়েকবার রামিম জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা রামিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় রামিম এর বাবা বাদী হয়ে আবদুর রহমানকে আসামি করে নগরীর শাহ মখদুম থানায় মামলা করেন। মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও তার মেয়াদ শেষ হয়। পরে মঙ্গলবার রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। পরে পুলিশ তাকে কারাগারে পাঠায়।

বিডি প্রতিনিধি/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর