১৮ মে, ২০২২ ১৭:৪৪

জাতীয়করণের দাবিতে কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জাতীয়করণের দাবিতে কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা কমিটির উদ্যোগে আজ বুধবার সকাল ১০টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। 

বাকবিশিস জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. মশিউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক জলিলুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান, বিভাগীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আনিচুর রহমান ও জেলা কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আনোয়ারুল হকসহ অন্যান্যরা। 

বক্তারা বলেন, দেশের উন্নয়নে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের বিকল্প নেই। বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারীকরণের কারণে শিক্ষা ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। স্কুল এন্ড কলেজগুলোতে সহকারী অধ্যাপকের পরিবর্তে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে পদায়ন করা হয়েছে। যা শিক্ষক সমাজের সাথে তামাশা বলে মানববন্ধনে মন্তব্য করেন বক্তারা। 

মানববন্ধন শেষে শিক্ষকরা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন শিক্ষক নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর