রাজধানীর মহাখালী সেতু ভবনের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। তিনি তার পরিবারের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় থাকতেন।
মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেতু ভবনের সামনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা গুরুতর আহত হন রাব্বি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবক সম্পর্কে বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ