৮ আগস্ট, ২০২২ ১৪:০১

নরসিংদীতে পরিবহন মালিক-শ্রমিকদের সাথে পুলিশের সভা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে পরিবহন মালিক-শ্রমিকদের সাথে পুলিশের সভা

সাম্প্রতিক সময়ে যাত্রীবাহী বাসে নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন অনাকাঙ্খীত ঘটনা প্রতিহত করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে সচেতনতামূলক বিশেষ জরুরী সভা করেছে জেলা পুলিশ।

আজ সকালে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে নরসিংদী আন্তঃজেলা বাস টার্মিনাল সভা কক্ষে আয়োজিত এই সচেতনতামূলক বিশেষ জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। নরসিংদী জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এএইচএম জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সদর থানা পরিদর্শক ফিরোজ তালুকদার, ট্রাফিক ইন্সপেকটার (প্রশাসন) সাখাওয়াত হোসেন, টিআই ফারুক আল মামুন, সালেহ আহমেদ, সার্জেন্ট সালাহ উদ্দিন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধাসহ বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

সভায় সাম্প্রতিক সময়ে সড়ক মহাসড়কে ঘটে চলা বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে নরসিংদী জেলাধীন মহাসড়কের ৫২ কি.মি. সড়ক নিরাপদ রাখতে পরিবহন মালিক-শ্রমিকদের সজাগ থাকার আহবান জানানো হয়। আর এই নিরাপত্তা বিধানে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ সার্বক্ষণিক মাঠে থাকবে বলেও জানান পুলিশ সুপার।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর