১১ আগস্ট, ২০২২ ২০:৪২

নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক বিক্ষোভ মিছিল

বিশাল মিছিল সহকারে সমাবেশে যোগ দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী

জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং সকল পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা ২ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যাপক জনসমাগম ঘটে। এ সময় মিছিলে মিছিলে সয়লাব ছিল পুরো নয়াপল্টন এলাকা। ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত ছিল মানুষ আর মানুষ। একদম কানায় কানায় পূর্ণ। বিভিন্ন থানা-ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার ফ্যাস্টুন ও প্লেকার্ড নিয়ে বিশাল মিছিল সহকারে সমাবেশে যোগ দেয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীর নেতৃত্বে যাত্রাবাড়ী ও ডেমরার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বিশাল মিছিল সহকারে সমাবেশে যোগ দেন।

দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এ সিদ্দিক সাজুর সার্বিক তত্ত্বাবধানে মিরপুর দারুসসালাম ও শাহআলী থানা বিএনপির মিছিলে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল, সহ সভাপতি মোঃ রাজীব আহমেদ, মিরপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ দেলোয়ার হোসেন দুলু, দারুসসালাম থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, শাহ্আলী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান (ছোট মিজান), দারুসসালাম থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ মোস্তফা বেপারী, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শামীম, সাঃ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ লিটন, সাঃ সম্পাদক জাকির হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর আবু বক্কর সিদ্দীক মাকসুদ, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন, সাঃ সম্পাদক শাকিল আহম্মেদ স্বপন, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনসুর রহমান, সাঃ সম্পাদক শাহরিয়ার দিল খায়ের শিপু, ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন মেজবা, সাঃ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইকবাল মাহমুদ রিপন, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মিজান, মিরপুর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল সম্রাট, পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সোহেল রহমান, ১০ নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক মোঃ সেলিম ইকবাল, ১১ নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আবুল বাঁশার ভূঁইয়া, ১৩ নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মফিজ, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন ভুট্টো, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ সোহেল খান, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কে, এম, ইয়াহিয়া সামী, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ। 

শ্যামপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিলে শ্যামপুর থানা বিএনপির সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. ন. ম. সাইফুল ইসলামের নেতৃত্বে শ্যামপুর থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলীম আল বারী জুয়েল, শ্যামপুর থানা বিএনপির সাবেক সিনিঃ সহ সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, ৪৭ নং ওয়ার্ড বিএনপির নব  নির্বাচিত সভাপতি মোঃ নুরুল ইসলাম, ৫১ নং ওয়ার্ড বিএনপির নব নির্বাচিত সভাপতি মোঃ ইমতিয়াজ আহমেদ টিপু, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম,  ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, ৫১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলী মান্নানসহ বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 

শাহআলী থানা বিএনপি থেকে সেলিম দেওয়ান গিয়াসের নেতৃত্বে আরও একটি মিছিলে ৮ ও ৯৩ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের দেখা যায়। 

কাফরুল থানার মিছিলে নেতৃত্ব দেন সাবেক ৪ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাব্বির দেওয়ান জনি। এ সময় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর